ধামইরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইলকোর্ট পরিচালনা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:৫৮ পিএম
ধামইরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইলকোর্ট পরিচালনা

নওগাঁর ধামইরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার নয়াপুকুর মোড়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক মোটরসাইকেলের ফিটনেস, ট্যাক্স টোকেন না থাকায়, ডাইভিং ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালকদের ১১টি মামলায় মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেন।

এ সময় ধামইরহাট থানার এস.আই মো. ফিরোজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স মোবাইল কোর্টে সহযোগিতা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত মোটরসাইকেল চালকগণ তাদের জরিমানার টাকা প্রদানকালে পরবর্তীতে সড়ক পরিবহন আইন মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ