ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রাতিষ্ঠানিক লাইব্রেরি ‘ভাঙ্গুড়া প্রেসক্লাব লাইব্রেরি’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুব উল আলম বাবলু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মো. মজিবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজি এবং ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদের পাবনা জেলা প্রতিনিধি মো. শফিক ইসলাম, দৈনিক আমার সংবাদের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান, দৈনিক কালের বেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো. নুরুজ্জামান সবুজ, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি মো. নাহিদ হাসান, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো. আব্দুল আজীজসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি মোছা. নাজমুন নাহার বলেন, "লাইব্রেরি মানুষের মধ্যে সংহতি গড়ে তোলে, ক্লান্ত মনকে প্রশান্তি দেয় এবং জ্ঞানতৃষ্ণা নিবারণ করে। এটি দেশ গঠনে ও রক্ষায় অমূল্য ভূমিকা রাখে।"
সাংবাদিকদের সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে গঠিত এই লাইব্রেরি ভাঙ্গুড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাহিত্য ও শিল্পচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে বুকশেলফে বই রেখে লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইএইচ