“দেশপ্রেমিক হবো, এ আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি উৎসব এবং প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে স্মৃতিচারণ, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সময় একুশে টিভির সংবাদ পাঠক ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় ও সভাপতি এডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উত্তরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মো. মোজাফ্ফর হোসেন, মান্দা উপজেলা বিএনপির আহবায়ক ও গনেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং নওগাঁ এডভোকেট বার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এডভোকেট শওকত ইলিয়াস প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মান্দা উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. কুমার বিশ্বজিৎ, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, কছিমুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক সাজ্জাদ হোসেন, অধ্যাপক প্রদ্যুৎ কুমার ফণি, অত্র প্রতিষ্ঠানের সাংগঠনিক কমিটির সদস্য অজিত কুমার কবিরাজ, বাবু প্রকাশ চন্দ্র মন্ডল, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্রাক্তন শিক্ষার্থী সিদ্দিক হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইতি রানী, প্রাক্তন শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা সাইদুজ্জামান সালেক, মোহাইমিনুল শামীম, লিটন হোসেন এবং মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইএইচ