টিকটকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার: যুবক আটক

যশোর ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:৫৯ পিএম
টিকটকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার: যুবক আটক

যশোরে আওয়ামী লীগের পক্ষে ও সরকারের বিপক্ষে টিকটক ভিডিওর মাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগে রায়হান রানা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার ভোরে যশোর সদর উপজেলার শেখহাটি নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রায়হান সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবলু জানান, দীর্ঘদিন ধরে রায়হান আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়িয়ে আসছিল। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগে পুলিশ একাধিক অভিযান পরিচালনা করেছিল, তবে সে বিভিন্ন স্থানে পালিয়ে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে তার বাড়ি ঘেরাও করা হয় এবং রোববার ভোর চারটার দিকে কোতোয়ালি পুলিশের একটি টিম তাকে আটক করে।

রায়হানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবলু।

ইএইচ