ঝালকাঠিতে সিটি ক্লাব ও পাঠাগারের নির্বাচন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০২:৪৪ পিএম
ঝালকাঠিতে সিটি ক্লাব ও পাঠাগারের নির্বাচন অনুষ্ঠিত

ঝালকাঠি সিটি ক্লাব ও পাঠাগারের দ্বি-বার্ষিক নির্বাচনে গৌতম সরকার বাবু সভাপতি এবং আজাদ হোসেন পান্না সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সিটি ক্লাবের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে মোট ১১টি পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে সভাপতি পদে গৌতম সরকার বাবু, সহ-সভাপতি পদে কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন পান্না, সহ-সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান ফরহাদ, সাংগঠনিক সম্পাদক পদে জাকির গাজী, দপ্তর সম্পাদক পদে এম.এম. মাসুদ পারভেজ, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সেকেন্দার হোসেন খান নির্বাচিত হয়েছেন।

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে মিলন হাওলাদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুদ রানা এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে ইসমাইল হোসেন বিনপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিটি ক্লাবের মোট ১৭৪ জন সদস্যের মধ্যে ১৬৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।

ভোটগ্রহণ শেষে সকল প্রার্থী ও সদস্যদের সম্মুখে নির্বাচন কমিশনার ছালেক আজাদ সোহাগ ও সহকারী নির্বাচন কমিশনার শহিদুজ্জামান অশ্রু ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করেন।

ইএইচ