সোনাইমুড়ীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৩:১০ পিএম
সোনাইমুড়ীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৭ মাইল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৮টায় ১৭ মাইল মাঠে এই আয়োজন করা হয়।

২২ জানুয়ারি শুরু হওয়া ৩২ দলীয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বি এফ সি বড়পিট ও ডুমুরিয়া একাদশ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ গোলশূন্য ড্র হয়।

পরে নাটকীয় টাইব্রেকারের মাধ্যমে ডুমুরিয়া একাদশ বিজয় লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নদনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কুতুব উদ্দিন সানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম, মাসুদ রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা মিটন, ২নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ডাক্তার শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জিয়া প্রজন্ম দলের সভাপতি মাহফুজুর রহমান ভূঁইয়া, ১নং ওয়ার্ড যুবদলের নেতা মো. সহেল, ২নং ওয়ার্ড যুবদলের নেতা মাইন উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলীয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইমাম হোসেন ভূঁইয়া।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

ইএইচ