অধ্যক্ষ কালাম আজাদ

সুরমাকে বাঁচাতে সকলকে একযোগে কাজ করতে হবে

সিলেট ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:৩৯ পিএম
সুরমাকে বাঁচাতে সকলকে একযোগে কাজ করতে হবে

সিলেট সোসাইটির উপদেষ্টা অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, "সুরমা নদী আমাদের প্রাণ। এই নদীকে দূষণমুক্ত রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আজকের এই কর্মসূচি শুধু নদী পরিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ তৈরি হবে। আমাদের প্রাণের সুরমা নদীকে বাঁচাতে সকলকে একযোগে কাজ করতে হবে। এই ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।"

সোমবার সকালে সরকার অনুমোদিত সিলেটের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট সোসাইটি’র উদ্যোগে নগরীর আলী আমজদ ঘড়ির সামনে থেকে কালিঘাট পর্যন্ত সুরমা নদীর তীরে দূষণীয় পলিথিন ও বর্জ্য পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সিলেট সোসাইটি’র সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা করিম শিকদারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন উপদেষ্টা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী।

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, "সুরমা নদী শুধু আমাদের প্রাকৃতিক সম্পদই নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। এই নদীকে দূষণমুক্ত রাখার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারি। আমাদের সকলের উচিত পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে এনে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। আজকের এই কর্মসূচি একটি মহৎ উদ্যোগ, যা সমাজে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

তিনি আরও যোগ করেন, "আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে ভবিষ্যতে এই নদী ও পরিবেশের ক্ষতি অপূরণীয় হয়ে উঠবে। তাই আসুন, আমরা সবাই মিলে সুরমা নদীকে বাঁচাই এবং একটি স্বাস্থ্যকর ও সুন্দর পৃথিবী গড়ে তুলি।"

কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, সংগঠনের উপদেষ্টা ও সমন্বয়কারী রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সিলেট ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু ও এডভোকেট সালেহ চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সিলেট সোসাইটির সহ-সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ কবির, আইন বিষয়ক সম্পাদক আসাদ উদ্দিন, স্টুডেন্ট ইউনিটের সভাপতি জুলকার নাইন সাইরাস, সাধারণ সম্পাদক তাওহীদ জাহান চৌধুরী, সহ-সভাপতি বিষ্ণু রবি দাস ও কামরুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক তারেক জাহান চোধুরী, অফিস সম্পাদক মো. ছাব্বির হোসেন, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য সারোয়ার হোসেন সাব্বির, আনিদা আনজুম হাসি, আনিকা আক্তার বুশরা, তানিশা আক্তার নিলিমা, বাপ্পী হাসান তুষার, নিয়াজ আরাভ, রাশেদ আহমেদ, মোস্তাফিজ চৌধুরী, জিহান আহমদ প্রমুখ।

কর্মসূচির মাধ্যমে সুরমা নদীর তীরে জমে থাকা পলিথিন ও বর্জ্য পরিষ্কার করা হয় এবং জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হয়। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সামগ্রিকভাবে সমাজে পরিবেশ সংরক্ষণের প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষ এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

ইএইচ