বেলকুচিতে দুই ব্যক্তির লাশ উদ্ধার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:৫০ পিএম
বেলকুচিতে দুই ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে একই দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলকুচি উপজেলার শাহপুর ও রাজাপুর গ্রাম থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভাষ চন্দ্র সাহা, এবং একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধূনট থানার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের মরদেহ একটি গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায়, এবং আব্দুল মমিন নামের এক শ্রমিকের মরদেহ তাঁতে তেনা পেছানো মেশিনের সাথে জড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে, বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, "উপজেলার পৃথক দুটি স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

ইএইচ