কিশোরগঞ্জে আল্লাহ ও মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:০৪ পিএম
কিশোরগঞ্জে আল্লাহ ও মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ

কিশোরগঞ্জে আল্লাহর শানে কটূক্তি, রাসূলকে (সা.) অবমাননা, সন্ত্রাসী র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বন্দি ধর্ষণের নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের উলামা-মাশায়েখ ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

জানা যায়, পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটূক্তি, সোহেল হাসান গালিবের রাসূল (সা.) নিয়ে অবমাননা ও ফ্যাসিস্ট র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক বন্দি ধর্ষণের নিন্দা ও প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্থানীয় উলামা ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আল্লাহ ও রাসূলের শানে কটূক্তিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, অন্যতম সংগঠক আশরাফ আলী সোহান প্রমুখ।

ইএইচ