ইটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:২৪ পিএম
ইটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ইটনা উপজেলার মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের হলরুমে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইটনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এ.কে.এম নুরুল্লাহ, ইটনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার।

বক্তব্য দেন, ইটনা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন এর সহকারী সিনিয়র শিক্ষক আবু নাছের, ইটনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের স্মৃতিচারণ করে আলোচনা করেন।

উপস্থিত ছিলেন, ইটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ঠাকুর কমল, ইটনা উপজেলার সিনিয়র সাংবাদিক মো. শাহেদ আলী।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় ৬০০ শিক্ষার্থী উপস্থিত ছিল।

বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক রোকসানা আক্তার ও মোজাম্মেল হক।

ইএইচ