পাথরঘাটায় সচেতনতামূলক প্রচারণা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:২৬ পিএম
পাথরঘাটায় সচেতনতামূলক প্রচারণা

প্লাস্টিক-পলিথিন বর্জন করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি, প্লাস্টিক-পলিথিন ব্যবহার করব না, পৃথিবীকে ধ্বংস করব না, প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি, পরিবেশ ধ্বংসে আমাদের দায়, এগিয়ে আসবো এ ধরা রক্ষায়‍‍`—এমন স্লোগান নিয়ে প্লাস্টিক-পলিথিন বর্জন করে ধরা রক্ষায় ভিন্নধর্মী আয়োজন করা হয়।

পাথরঘাটা পৌর শহরে প্লাস্টিক ও পলিথিন বর্জনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জলবায়ু যোদ্ধা ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন মাথায় ‍‍`ধরা‍‍` লিখে এক পাশে প্লাস্টিক ও পলিথিন গায়ে দিয়ে বর্জন করি অপর পাশে কাপড়ের ব্যাগ এবং সবুজ গাছের পাতা দিয়ে গ্রহণ করি লিখে পাথরঘাটা পৌর শহরে প্রদর্শন করেন। এছাড়া হাতে বাঁশের তৈরি ঝুরি (খারই)এ লেখা ‍‍`হাডে যামু খারই লইয়া, পলিথিনে আর আনমুনা‍‍`—এ স্লোগান দিতে দেখা যায়।

অ্যাকশনএইডের সহযোগিতায় এনএসএস-এর আয়োজনে আজ সোমবার সকাল ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরে সচেতনতামূলক র‌্যালি ও ক্যাম্পেইন করা হয়। এ সময় অংশগ্রহণ করেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট, প্রত্যয়, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) সদস্যবৃন্দ।

পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা সৈকত চন্দ্র হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সাদিয়া তুলি, জলবায়ু যোদ্ধা খ্যাত উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহেদী সিকদার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক সেলিম, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, মো. লিমন বিশ্বাস, নিধি চাকমা, রুমা বেগম প্রমুখ।

শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তন এবং প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের কুফল জানলেও এ প্রতিকার বা পরিহার করতে আগ্রহ দেখা যায় না, এমনকি পলিথিন তৈরি কারখানাও বন্ধে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায় না। তাই মানুষকে সচেতন করতে একটু ভিন্নধর্মী প্রচারণা করেছি, মানুষকে বুঝানোর চেষ্টা করেছি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক।

ইএইচ