পদ্মা নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

হিমেল আহম্মেদ অপি, জাজিরা (শরীয়তপুর) প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৬:৪১ পিএম
পদ্মা নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ হওয়া কিশোর বিপ্লবের (১২) লাশ ৪ দিন পর সোমবার সকালে নদী থেকে উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে দ্রুতগতিতে বাল্কহেডের ধাক্কায় পানিতে ডুবে যায় কিশোর বিপ্লব।

নিহত বিপ্লব জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের রাজ্জাক মাঝি কান্দি গ্রামের জেলে স্বপন সিপাইয়ের ছেলে।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে বাবা স্বপন সিপাইয়ের সঙ্গে নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায় কিশোর বিপ্লব। এ সময় "এমবি সাকি" নামের একটি বাল্কহেড দ্রুতগতিতে এসে তাদের নৌকার ওপর উঠে যায়, যার ফলে নৌকাটি ডুবে যায়। বাবা স্বপন সিপাইয়ের চিৎকার শুনে আশপাশের জেলেরা তাকে উদ্ধার করতে সক্ষম হলেও বিপ্লবকে খুঁজে পাওয়া যায়নি সে সময়।

পরে স্থানীয়রা মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এ সময় অভিযুক্ত বাল্কহেডের চালকসহ চারজনকে আটক ও বাল্কহেডটি জব্দ করা হয়। নিখোঁজের পর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে নদীতে বিপ্লবকে খুঁজতে থাকেন।

নিখোঁজের ৪ দিন পর আজ সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়দের জালে বিপ্লবের মরদেহ আটকে গেলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

এদিকে দুর্ঘটনার রাতে মাঝিরঘাট নৌ পুলিশ অভিযানে গিয়ে বাল্কহেডের চালক ও স্টাফসহ চারজনকে আটক করে।

তারা হলেন- লক্ষীপুর জেলার রামগতি থানার চর পোড়াগাছা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. আবু তাহের (৩৮), একই গ্রামের জমির আলী মাঝির ছেলে মো. আজমির (১৮), অপর দুইজন হলেন ফরিদপুরের জনতার হাট এলাকার জিএম রফিকুল ইসলামের ছেলে মো. আল-আমিন গাজী (২২) ও বরিশালের বাকেরগঞ্জ থানার মৃত আলতাফ হোসেন গাজীর ছেলে মো. লোকমান হোসেন গাজী (৩৫)।

স্থানীয়দের অভিযোগ, নিয়ম-কানুন উপেক্ষা করে রাতে পদ্মা নদী থেকে বালু উত্তোলনকারী বাল্কহেডগুলো দ্রুত চলাচল করে। এর ফলে প্রতিনিয়ত নৌ দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনায় আজ একটি শিশু জীবন হারালো। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে মাঝিরঘাট নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম মোল্লা বলেন, “পদ্মায় বাল্কহেডের ধাক্কায় কিশোর বিপ্লব নিখোঁজ হওয়ার পর আমরা উদ্ধার অভিযান চালাই। অভিযুক্ত বাল্কহেডটি জব্দ করে চারজনকে আটক করি এবং পদ্মাসেতু দক্ষিণ থানায় সোপর্দ করি। নিখোঁজ বিপ্লবের মরদেহ আজ স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করা হয়।”

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম জানান, “বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় ৪ জনকে আটক করে থানায় প্রেরণ করে নৌ-পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।”

ইএইচ