কুড়িগ্রামের উলিপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
রোববার রাতে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রামদাস ধনিরাম এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ওই দুই মাদক কারবারিকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌরসভার রামদাস ধনিরাম এলাকার আব্দুল করিমের পুত্র নুরুজ্জামান মিয়া (৬৬) ও খমির উদ্দিন ব্যাপারীর পুত্র হাবিবুর রহমান (৬০)।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইএইচ