ডাসারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

ডাসার প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৩:৫৩ পিএম
ডাসারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

ডাসারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে দেশজুড়ে ধর্ষণ,খুন,ছিনতাই চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটের দিকে ডাসার উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা ডাসার উপজেলার সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা চত্বরে গিয়ে শেষ করে।

এসময় বক্তারা বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ,খুন,চাঁদাবাজিসহ সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হচ্ছে অবিলম্বে সেগুলো বন্ধ করতে হবে এবং যে পরিমাণ দেশে ধর্ষণ হচ্ছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন,কাজি মোর্শেদা কণা জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা, কাজী রায়হান যুগ্মআহবায়ক,মহউদ্দিন সাকিত সংগঠক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখা,রফিকুল ইসলাম রফি,মিঠু শিকদার,রাইসুল ইসলাম লিমন,আকাশ বেপারী, উর্মিলা আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাসার উপজেলা।

বিআরইউ