অপপ্রচার বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৩:৫৬ পিএম
অপপ্রচার বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের সংবাদ সম্মেলন

ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থা, ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা ও ম্যাটস কারিকুলাম বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানান তারা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রোজগার্ডেন চাইনিজ রেস্তোরাঁয় জেলা বিডিএমএ, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. কামালুর রহিম সমর, জেলা কমিটির আহ্বায়ক ডা. শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা কমিটির আহ্বায়ক ডা. মাকসুদুর রহমান ভূঁইয়া ও রামগতি উপজেলা কমিটির আহ্বায়ক ডা. মেছবাহ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৬ সালে ম্যাটস কারিকুলাম চালু হয়েছে। ১৯৭৯ সালে চাকরি শুরু হয়। এখন এটি আওয়ামী লীগের প্রকল্প বলে অপপ্রচার চালানো হচ্ছে। ৪ বছর ৬ মাস হচ্ছে ডিপ্লোমা চিকিৎসকদের কোর্স। কিন্তু স্বাস্থ্য বিভাগ মেডিকেলে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমাদের এ কোর্স ৬ মাসের বলে অপপ্রচার চালাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে প্রান্তিক অঞ্চলের ৮৫ শতাংশ জনগণের ভরসা ডিপ্লোমা চিকিৎসকরা। এখন স্বাস্থ্য বিভাগীয় প্রশাসন নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণের স্বার্থ ক্ষুণ্ন করতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। দ্রুত এসব অপপ্রচার বন্ধ করতে হবে।

বিআরইউ