হাতিয়ায় অজ্ঞান করে শিক্ষকের ঘর লুট

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:০৩ পিএম
হাতিয়ায় অজ্ঞান করে শিক্ষকের ঘর লুট

নোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে আবু বকর ছিদ্দিক নামে সাবেক এক প্রধান শিক্ষকের বাড়ি লুট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ গামছাখালী গ্রাম খাসেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় আবু বকর ছিদ্দিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এ ঘটনায় তার পুত্রবধূ এবং নাতিও অসুস্থ হয়ে পড়েছেন।

ভুক্তভোগী আবু বকর ছিদ্দিক উপজেলার মফিজিয়া হাইস্কুলের সাবেক সহকারী শিক্ষক এবং চর আমানউল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

তার ছেলে কাদের সিদ্দিকী সোহেল জানান, "আমি ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছি। গতরাতে বাড়ি থেকে খবর পেয়েছি—কে বা কারা আমাদের ঘরে চেতনানাশক ব্যবহার করে বাবাসহ কয়েকজনকে অজ্ঞান করে সব নিয়ে যায়। চেতনানাশক স্প্রে ব্যবহারকারীরা বাবার ড্রয়ার ভেঙে প্রায় দুই লাখ টাকা নিয়ে গেছে। এছাড়া, মায়ের গলার চেইন টেনে নেওয়ার সময় মা জেগে যান। পরে উঠে দেখেন, বাবা অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং আমার স্ত্রী ও সন্তানও অসুস্থ হয়ে পড়েছে। প্রতিবেশীরা রাত দুইটার পর তাঁদের হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার উন্নতি না হওয়ায় বাবাসহ বাকিদেরও ঢাকায় নিয়ে আসা হচ্ছে।"

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসি রাণী সরকার জানান, "অজ্ঞান হওয়া আবু বকর ছিদ্দিক মাস্টারকে হাসপাতালে ভর্তি করা হলে আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়েছি। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে অজ্ঞান করা হয়েছে।"

ইএইচ