বরিশালে পর্দানশীল নারীদের সমাবেশ

বরিশাল ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:২৭ পিএম
বরিশালে পর্দানশীল নারীদের সমাবেশ

‘চেহারা নয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান’ এমন দাবিতে বরিশালে সমাবেশ এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন পর্দানশীল নারী সমাজ।

বুধবার দুপুরে নগরীর নথুল্লাবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন এবং মিছিল করে আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ে যান।

পর্দানশীল নারী সমাজ বিভাগীয় কমিটির আয়োজনে এই সমাবেশে বক্তারা বলেন, পরিপূর্ণ পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার।

পরিচয় পত্র যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে তাদের চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে।

তাই সকল ক্ষেত্রে পরিচয় সনাক্তে চেহারা এবং ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে।

ইএইচ