গুরুদাসপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৩:৫৩ পিএম
গুরুদাসপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গুরুদাসপুর উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এবং খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন প্রমুখ।

সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সাংবাদিক, জনপ্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ