লক্ষ্মীপুর জেলার চারটি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার নাম চূড়ান্ত করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মহসিন কবির মুরাদ আমার সংবাদকে বলেন, কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড প্রার্থী ঠিক করার ব্যাপারে কাজ করেছিল। কেন্দ্র থেকে রুহুল আমিনের নামসহ জেলার চারটি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
ইএইচ