রাউজানে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময়

রাউজান প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৫:২৩ পিএম
রাউজানে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময়

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় চিকদাইর ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় রাউজান উপজেলা সমন্বয়কারী সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী ওসমান গণি এবং মিল্টন চাকমা।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।

চিকদাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদ্দাচ্ছের হায়দারের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন- উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম বাচ্চা, ইউপি সদস্য সেনোয়ারা বেগম, পারভিন আক্তার, সাকি আক্তার।

এ সময় জামায়াত ইসলামের নেতা মাওলানা শাহ্ আলম, বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ মিয়া, সাবেক মেম্বার রুস্তম আলী, সাবেক মেম্বার নুরুল ইসলাম, সাবেক মেম্বার মো. আবদুল্লাহ, গিয়াস উদ্দিন, আজিজ, হামিদ, জয়নাল আবেদীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সমাজ সেবক, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সবস্তরের জনগণসহ গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ