টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমিতির সভাপতি মো. অপু তালুকদার শিপলুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শক দুলাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ খান, সিনিয়র সহ সভাপতি মো. আজাদ মিয়া, সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, আরডিও মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও বিশিষ্ট সমবায়ী মো. বাবলু চৌধুরী প্রমুখ।
সভা শেষে ৮ জন শ্রেষ্ঠ সমবায়ীকে বিশেষ সম্মাননা প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইএইচ