বাগাতিপাড়ায় বাউয়েট’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৫:৫৬ পিএম
বাগাতিপাড়ায় বাউয়েট’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ ‘বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন সকালে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, খেলার উদ্বোধনী মশাল প্রজ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাউয়েট বিএনসিসির একদল চৌকস ক্যাডেট প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আহ্বায়ক, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। ক্রীড়াবিদ ইইই বিভাগের শিক্ষার্থী তানভীর নেয়াজ ফাহিম ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূরে ফাতেহা রাসা বার্ষিক ক্রীড়ার মশাল প্রজ্বলন করে পুরো মাঠ প্রদক্ষিণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি, (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল কেএফএ সোহেল (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো. মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছেলে ও মেয়েদের ‘যেমন খুশি তেমন সাঁজোসহ আলাদাভাবে ২৪ টি ইভেন্টের পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীদের মধ্যে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। ৩ টি স্বর্ণ পদক, ১ টি রৌপ্য পদক এবং ৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে পদক তালিকায় শীর্ষে স্থান অর্জন করে নেয় সিই বিভাগ। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের ধারাভাষ্য প্রদান করেন সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ তূর্য্য ও মাইশা তাসমিম।

বিআরইউ