মাহে রমজানের পবিত্রতা রক্ষা, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি ও মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানিত হয়।
বাদ আসর ময়মনসিংহ বড় মসজিদ হতে মিছিলটি গাঙ্গিনাপাড় হয়ে প্রেসক্লাবে সমবেত হয়। সমাবেশে বক্তাগণ বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা মুসলমানদের ঈমানী দ্বায়িত্ব।
সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করতে হবে। দিনের বেলায় হোটেল - রেস্তোরাঁ বন্ধ রাখতে সংশ্লিষ্ট মালিকগণকে আহ্বান জানান। আইনশৃঙ্খলা উন্নতি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ, মাদক সেবন, ছিনতাই, রাহাজানি, সর্বস্তরে দুর্নীতি ও গুপ্ত হত্যা বন্ধ করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।
খেলাফত মজলিশ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল করিম এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা লুৎফর রহমান মাদানি, মাও.মশিউর রহমান, মাও. মাহবুবুর রহমান, মাও. নাজমুস সাকিব, ক্বারি এহসানুল হক, মাও. মাহফুজুল হক, মাও.রেজাউল করিম প্রমূখ।
আরএস