ফেনীতে সাংবাদিক ফারুকের হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:০৭ পিএম
ফেনীতে সাংবাদিক ফারুকের হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা মো. ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় মানববন্ধনে সূচনা বক্তব্য দেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি দিদারুল আলম।

বক্তব্য দেন- ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহের, ফেনীর আলো সম্পাদক শুকদেব নাথ তপন, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক সংগ্রাম প্রতিনিধি একেএম আব্দুর রহিম, যায়যায় দিন ও আর টিভি প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক স্টার লাইনের সহযোগি সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভি স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মো. সমির উদ্দিন, আমার বার্তার প্রতিনিধি সাঈদ খান, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জহিরুল হক মিলন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়শন ফেনী জেলা শাখার সভাপতি ইয়াসিন আরাফাত রুবেল, ইয়্যুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, বণিক বার্তা প্রতিনিধি নুরউল্লা কায়সার, আমার কাগজের প্রতিনিধি আলাউদ্দিন ও ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি শেখ কামাল।

বক্তারা বলেন, হামলার শিকার ওমর ফারুক হামলাকারীদের নাম প্রকাশ করার পরও কেন এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা হয়নি এ বিষয়ে প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। তারা বলেন, অপরাধী যে হোক না কেন অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচী নিয়ে রাজপথে নামবে সাংবাদিকরা। এ জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

মানববন্ধনে সাপ্তাহিক ফেনীর গৌরবের প্রকাশক কামাল উদ্দিন ভূঞা, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, সাপ্তাহিক ফেনীর রবি নির্বাহী সম্পাদক নজির আহমদ রতন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এমএ জাফর, দৈনিক দেশ রূপান্তর ও ইউএনবি প্রতিনিধি শফি উল্লাহ রিপন, এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি আজিজ আল ফয়সাল, জিটিভি প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী, দৈনিক ইনকিলাবের ছাগলনাইয়া প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন প্রমুখসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ