‘তরুণদের নতুন কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা বানাতে কাজ করা হচ্ছে’

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:৪৮ পিএম
‘তরুণদের নতুন কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা বানাতে কাজ করা হচ্ছে’

প্রত্যন্ত অঞ্চল বলতে কিছু নেই। সবাই গ্লোবালি কানেক্টেড। তরুণদেরকে উদ্দীপিত করার পাশাপাশি তাদের মধ্যে চেতনা ঢুকিয়ে দিতে পারলেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এতে সবাই মিলে কাজ করার সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় কর্মসংস্থান’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সভায় জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রম মন্ত্রণালয়ের উপ-সচিব কামাল হোসেন, বিএম কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ প্রকৌশলী মো. গোলাম কবির, উপাধ্যক্ষ সরকারি বরিশাল কলেজ অধ্যাপক লতিফা আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলন সদস্য সচিব সিরাজুল ইসলাম, সাব্বির হোসেন সহ বরিশালের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ইএইচ