চাঁদাবাজি মামলায় তালায় আ.লীগ নেতা গ্রেপ্তার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০২:২৯ পিএম
চাঁদাবাজি মামলায় তালায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় চাঁদাবাজি মামলায় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নর হাজরাকাটি ওয়ার্ড  আওয়ামী লীগের   লীগের ভারপ্রাপ্ত সভাপতি পল্লী চিকিৎসক শেখ  রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশ। 

বৃহস্প্রতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজার  থেকে তাকে আটক করে তালা থানা পুলিশ।

বিষটি নিশ্চিত করেছেন তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান।

তালা থানার পুলিশ জানান, গত ২৭ নভেম্বর জালালপুর ইউনিয়নে একটি চাঁদাবাজী মামলায় তাকে আটক করা হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর রাতে বিএনপি নেতা আব্দুল আলিম ২৭ জন নামীয় আসামী সহ অজ্ঞাত ৫০ জনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তালা থানা মামলা নং-৯।

এ বিষয়ে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, একটি চাঁদাবাজি মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

বিআরইউ