বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সরকারি যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াত আমীর মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মো. আহসান হাবিব মাসুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরাম টাঙ্গাইল জেলা সভাপতি ও টাঙ্গাইল-৬ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নাগরপুর উপজেলা সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সাবেক উপজেলা আমীর মাওলানা মোসলেম উদ্দীন, নাগরপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. তোফায়েল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নাগরপুর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্যদের মধ্যে হাফেজ আজিম উদ্দীন, আব্দুস সালাম, অধ্যাপক আজিজুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা, মুফতি রফিকুল ইসলাম, হাবিবুর রহমান।
এছাড়া নাগরপুর উপজেলা সাবেক শিবির সভাপতিদের মধ্যে আব্দুর রশীদ হারুন, আবুল হোসাইন, মুহিদুল ইসলাম, কোরবান আলী এবং উপজেলা যুব জামায়াত সেক্রেটারি কাজী আদনান রুশেলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ