রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে দিনাজপুর শহর জামায়াতের আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাহাদুর বাজার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দেন- উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মজিবর রহমান, দিনাজপুর আইনজীবী সমিতির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জামায়াত নেতা অ্যাডভোকেট মাইনুল ইসলাম, শহর জামায়াতের আমির সিরাজু সালেহীন ও সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা পবিত্র রমজান মাসে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান।
ইএইচ