রায়পুরে হামলায় নারীসহ আহত ৩

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৫:১৫ পিএম
রায়পুরে হামলায় নারীসহ আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুরে জমিসংক্রান্ত জেরে অতর্কিত হামলায় নারীসহ তিনজন আহত হয়েছে।

হামলায় আব্দুর রহিমের স্ত্রী জোসনা বেগম (৫১) ও তার দুই পুত্র রাকিব হোসেন (২৮), রায়হান হোসেন (২৩) আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল ৭টায় রায়পুর উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্দার স্টেশন মেইন রোডের ওপর হুমায়ুন সর্দারের মুদির দোকানের সামনে ঘটনাটি ঘটেছে বলে রায়পুর থানার অভিযোগ সূত্রে জানা যায়।

হামলাকারীরা হলেন, একই ইউনিয়নের দক্ষিণ উদমারা সর্দার বাড়ির মৃত নজির আহম্মদ সর্দারের ছেলে মনির হোসেন সর্দার (৬০), হুমায়ুন কবির (৪০), মিল্লাদ হোসেন (৩৫), জোবায়ের হোসেন (৩২), খোরশেদ আলম সর্দার (৫৫)। মারধরের আগের দিন ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার সময় খোরশেদ আলম সর্দার চোখ তুলে নেওয়ার হুমকিও দেয়।

এ বিষয়ে আহত জোসনার স্বামী বলেন, বিগত ৫০ থেকে ৬০ বছর ধরে পূর্ব থেকে জায়গা জমির ভাগবণ্টনের বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার শালিসি দরবার হলেও তারা কারও কথার কর্নপাত করে না। তারা আমার পিতার মৃত্যুর পর থেকে আমার পিতার ওয়ারিশী এবং মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বকভাবে জবরদখল করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে। মালিকানাধীন সম্পত্তি আমাকে আমার অংশ বুঝিয়ে দিতে বললে তারা আমাকে আজ বা কাল বুঝিয়ে দিবে, দিচ্ছি বলে কালক্ষেপণ করে আসছে।

ঘটনার দিন-তারিখ ও সময়ে তাদের কাছে আমার ছেলে রাকিব সম্পত্তি বুঝিয়ে চাইলে তারা আমার সন্তান ও স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে তাদেরকে বেদম মারপিট করে। এতে আমার দুই ছেলে রাকিব ও রায়হান এবং আমার স্ত্রী জোসনা বেগম গুরুতরভাবে আহত হন। আহত রাকিব, রায়হান ও জোসনা বেগমকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। যার রেজি নং - ৪৫৪/১৭, ৪৫৫/১৭৬, ৪৫৬/১৭৭। এখন আমি আমার পরিবার ও সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি আমার জমি জবরদখলকারীদের এবং সন্তান ও স্ত্রীর উপর অতর্কিত হামলার বিচার দাবি করছি।

অভিযুক্ত হুমায়ূন সর্দার, মনির সর্দার, মুঠোফোনে হামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, "জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি আর হাতাহাতি হয়েছে।"

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, "জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ