স্বেচ্ছাসেবী সংগঠন হতদরিদ্র ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৫:২৫ পিএম
স্বেচ্ছাসেবী সংগঠন হতদরিদ্র ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হতদরিদ্র ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নরোত্তমপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা কে. বি. এম. সহিদ উল্যাহ’র সভাপতিত্বে ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুর আলম চৌধুরী হিরন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম, উপদেষ্টা ডা. মো. ফিরোজ আলম বাহাদুর, সদস্য সাংবাদিক ইমাম উদ্দিন আজাদ, উপদেষ্টা মনির হোসেন, আবুল হোসেন, শরাফত উল্লাহ বাহার। এছাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মাষ্টার ইলিয়াস মিয়া, মাষ্টার আরিফ হোসেন, আজিজুল বাহার মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত ১০ আইটেমের ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে তেল, ছোলাবুট, মুড়ি, চিনি, ট্যাং, খেজুর, আলু, পেঁয়াজ, লবণ ও মুশুরির ডাল।

২০২০ সালে প্রবাসী যুবক মো. বাবর হোসেন ও জাহাঙ্গীর আলম বাবলুসহ এলাকার যুব সমাজের উদ্যোগে এ সমাজসেবা সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নরোত্তমপুরে দরিদ্র মানুষের মাঝে, যাদের রমজান মাসে ইফতার কেনার সামর্থ্য নেই, তাদের খুঁজে বের করে রোজার শুরুতেই ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এতে এলাকার কিছু প্রবাসী ও দেশের উদীয়মান সমাজসেবীরা অর্থায়ন করেন।

এ সময় উপস্থিত সকলে হতদরিদ্র ফাউন্ডেশনের শুরু থেকে এখন পর্যন্ত কার্যক্রমের প্রশংসা করে বলেন, এলকার যুব সমাজের উদ্যোগে এ সংগঠনের মাধ্যমে সামাজিক কাজগুলোতে সবাই একত্রিত হয়ে ভালো কাজ করছে। এর মাধ্যমে সমাজের হতদরিদ্র পরিবারগুলো উপকৃত হচ্ছে। আমরা আশা করি, এ হতদরিদ্র ফাউন্ডেশন আরো এগিয়ে যাবে এবং এর উত্তোরত্তর সফলতা কামনা করি।

ইএইচ