পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবিতে র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বাদ আছর রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে উপজেলা জামায়াতের আমির মো. এরশাদুল হক ইমনের নেতৃত্বে এ র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. লোকমান হোসেন, প্রচার মিডিয়ার সম্পাদক মো. রফিকুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি মুফতি শাফিউজ্জামান সুমন,প্রমুখ। র্যালিটি জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।
র্যালিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ইএইচ