পেকুয়ায় অপহৃত ২ জনকে উদ্ধার, আটক ৩

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৮:১৬ পিএম
পেকুয়ায় অপহৃত ২ জনকে উদ্ধার, আটক ৩

পেকুয়ায় ফের অপহৃত দুজনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়।

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকার মো. শাহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া এলাকার ফরিদুল আলমের ছেলে মো. জুবায়ের (২০), আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকার হাজী হাবিবুর রহমানের ছেলে মো. শাহাব উদ্দিন (৫২) এবং আনর আলী মাতবর পাড়া এলাকার ফিরোজ আহমদের ছেলে মোহাম্মদ কায়সার (২৬)।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত দূর্জয় বিশ্বাস বলেন, অপহরণের ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়। এ সময় দুই জন ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ