রাজবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী মাসুদ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৮:৩৪ পিএম
রাজবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী মাসুদ গ্রেপ্তার

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অস্ত্র, মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে।

তিনি রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার সময় রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মফিজুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের বাড়ি থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, মাসুদ রানা রাজবাড়ী সদর থানার গত ৭ জানুয়ারী দায়েরকৃত অস্ত্র মামলার এজাহারনামীয় আসামী। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি মামলাসহ ১৩টি মামলা রয়েছে।

ইএইচ