নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের এইচএসসি প্রথম বর্ষের ৩০৬ জন ছাত্রীর কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে উপবৃত্তির ফরম পূরণ বাবদ ১৫০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজে এইচএসসি প্রথম বর্ষে ৩০৬ জন শিক্ষার্থী রয়েছে। উপবৃত্তি পেতে কলেজ থেকে ফরম সংগ্রহ করে তা জমা দিতে হয়। কলেজ কর্তৃপক্ষ উপবৃত্তি পেতে অনলাইনে আবেদন করবে। ইতোমধ্যে এইচএসসি প্রথম বর্ষের ১৮২ জন ছাত্রীকে ফরম বিক্রি করা হয়েছে। এ জন্য প্রত্যেকের কাছ থেকে যোগাযোগ ও অনলাইন খরচ বাবদ ১৫০ টাকা করে নেওয়া হয়েছে। তবে কোন কোন ছাত্রী উপবৃত্তি পাবে, তার কোনো নিশ্চয়তা না থাকলেও সব ছাত্রীর কাছ থেকেই ফরম বাবদ ১৫০ টাকা করে নেওয়া হয়েছে। এতে অভিভাবক ও ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপবৃত্তির টাকা উত্তোলনের আগে ফরম পূরণ করতে হবে বলে কলেজ থেকে জানানো হয়েছিল। প্রত্যেক ছাত্রীকে ১৫০ টাকা করে কলেজে জমা দিয়ে ফরম নিতে হয়েছে। তবে এই টাকা জমা নেওয়ার কোনো রসিদ দেওয়া হয়নি।
মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম বলেন, “আমি নতুন দায়িত্ব পেয়েছি। সংশ্লিষ্টরা বিগত সময়ে একইভাবে ফরম বাবদ ১৫০ টাকা করে নিয়েছে। সে কারণেই এবারও ফরম বাবদ ১৫০ টাকা করে নেওয়ার জন্য বলেছি।”
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, “উপবৃত্তির ফরম বিনামূল্যে বিতরণ ও জমা নেওয়া কলেজের দায়িত্ব। সেখানে ১৫০ টাকা নিয়ে ফরম বিতরণ করা দুঃখজনক। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইএইচ