শরীয়তপুর সাহিত্য সংসদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৬:৩৪ পিএম
শরীয়তপুর সাহিত্য সংসদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর সাহিত্য সংসদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শরীয়তপুর সদর পৌর অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর সাহিত্য সংসদের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও বাংলা একাডেমির সদস্য সৈয়দ নাজমুল আহসানের উপস্থাপনায় দিনব্যাপী আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী, সম্মিলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হুসাইন আলমগীর।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শরীয়তপুর সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (সুপান্থ মিজান)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সাহিত্য সংসদের উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালীন, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ কবি ফজলুল হক, গোলাম হায়দার কলেজের অধ্যক্ষ মো. ওয়াজেদ কামাল, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট নুরুজ্জামান শিপন, কবি ও প্রাবন্ধিক শ্যামসুন্দর দেবনাথ, শরীয়তপুর সাহিত্য সংসদের সহ-সভাপতি মো. মজিবর রহমান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি কবি মোদাচ্ছের হোসেন, এবং জাতীয় কবি মঞ্চের শরীয়তপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুরাদ মুন্সি প্রমুখ।

ইএইচ