কৃষিবিদ মেহেদী হাসান পলাশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৭:২৩ পিএম
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উজানচর ইউনিয়নের রাধানগর সাদ্দাম বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে রাধানগর দ্য ক্যাপিটাল একাদশ বনাম টিম ফাইটারর্স একাদশ টিম অংশগ্রহণ করেন।

বিকালে খেলা উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা।

খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

তিনি বলেন, "খেলাধুলা তরুণ সমাজকে উজ্জীবিত করে রাখে। শিক্ষা, সংস্কৃতি ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই বলে আমি মনে করি। রাধানগর এলাকার তরুণ সমাজের সুন্দর আয়োজন উজানচর ইউনিয়নের রাধানগর এলাকায় মাদক মুক্ত সমাজ গড়তে ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তরুণ সমাজ বাঞ্ছারামপুরের যেকোনো জায়গায় সামাজিক কল্যাণমূলক কাজসহ খেলাধুলায় যুক্ত থাকলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি তাদের সর্বাত্মক সহযোগিতা করবে সব সময়। আমি রাধানগর তরুণ সমাজের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"

দুই দলের লড়াকু খেলোয়াড়দের ব্যাট ও বলে চারের মার এবং কারসাজিতে দর্শকদের মাতিয়ে রাখেন খেলোয়াড়রা। নির্ধারিত ১৬ ওভারের প্রথম ইনিংসে রাধানগর টিম ফাইটার্স একাদশ ব্যাট করে ১২৪ রানের টার্গেট দেয়, এরপর রাধানগর দ্য ক্যাপিটাল একাদশ দুটি বল হাতে রেখে কাঙ্খিত বিজয়ের দেখা পায়। পরে বিজয়ী দলের হাতে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেওয়া হয়, এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি কালার এলইডি টিভি তুলে দেওয়া হয়।

উজানচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ আকাশ, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদ মেম্বার, সাধারণ সম্পাদক মোবারক মেম্বার, সাইফুল ইসলাম নয়ন, ডাক্তার রাকিব উদ্দিন আহমেদ, উজানচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মতিন প্রমুখ।

খেলাটি আয়োজন করেন সুমন সরকার, মোহাম্মদ রাকিবুল ইসলাম সরকার।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন ভাষ্যকার কথার জাদুকর কবি দেলোয়ার।

ইএইচ