নেত্রকোণায় নরসিংহ জিউর আখড়ার আহ্বায়ক রঞ্জিত, সচিব বিকাশ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৮:০০ পিএম
নেত্রকোণায় নরসিংহ জিউর আখড়ার আহ্বায়ক রঞ্জিত, সচিব বিকাশ

নেত্রকোণার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া পরিচালনা কমিটির নতুন আহ্বায়ক হিসেবে অধ্যাপক বাবু রঞ্জিত কুমার সাহা এবং সদস্য সচিব হিসেবে বাবু বিকাশ কান্তি দাস নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১১টায় নেত্রকোণা জেলা শহরের বড়বাজার মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাবু অজিত কুমার সাহা রায় এবং সঞ্চালনা করেন শ্যামল ভৌমিক।

সভায় বক্তব্য দেন বাবু গোপাল কর, সাংবাদিক বাবু ভজন দাস, বাবু মানিক তালুকদার, বাবু মনোজ সরকার, বাবু প্রনব বিশ্বাস, বাবু রাধারমন সাহা, বাবু সুনীল সরকার, বাবু নীলরতন মজুমদার, বাবু বিনন্দ সাহা, বাবু সুবাস বসাক, বাবু জীবন ঘোষ, বাবু নেপাল বণিক, এড. ননী গোপাল দেবনাথ, বাবু বিপ্লব নন্দি, বাবু রাজু তালুকদার, বাবু তপন চন্দ্র দে, লিপ্টন চন্দ্র পাল, বাবু হরি শংকর, সাংবাদিক গৌতম বাবুল, বাবু গোপন চৌধুরী, বাবু পাপন সরকার, বাবু পরিমল সাহা, বাবু শ্যাশীষ সরকার শ্যামল, অধ্যাপক বাবু হরলাল সরকার, বাবু সুবীর সরকার, বাবু স্বপন দাশ, বাবু রাজু সাহা, বাবু রিপন দত্ত, গীতা রানী সরকারসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় সর্বসম্মতিক্রমে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন বাবু অসিত কুমার মজুমদার এবং সাধারণ সম্পাদক ছিলেন কৃষ্ণেন্দু সাহা কৃষ্ণ।

এরপর, বাবু খগেন্দ্র তালুকদার নতুন আহ্বায়ক পদে অধ্যাপক বাবু রঞ্জিত কুমার সাহার নাম প্রস্তাব করেন এবং বাবু সত্যেন্দ্র চন্দ্র পাল সদস্য সচিব হিসেবে বাবু বিকাশ কান্তি দাসের নাম সুপারিশ করেন। উভয় প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, আগামী ৭ মার্চ, শুক্রবার, বেলা ৩টায় আরেকটি সভার মাধ্যমে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এছাড়া, সদ্য বিলুপ্ত কমিটির যাবতীয় হিসাব-নিকাশ নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্তও গৃহীত হয়।

ইএইচ