কুড়িগ্রামের ফুলবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন ভবনে মিনিস্টার শোরুমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে ফুলবাড়ী বাজারের খাদ্য গুদাম রোডে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ভবনের নিচতলায় নতুনভাবে চালু হওয়া আনাম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোরুমের স্বত্বাধিকারী সহকারী অধ্যাপক কে এম হাফিজুর রহমান আয়োজিত অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও ফিতা কেটে শোরুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সাবেক স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান দুলাল, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান লিটু, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন বাবুল, কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রিয়াজুল ইসলাম লাভলু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে অতিথিরা মিনিস্টার শোরুমের বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং শোরুমটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
ইএইচ