বাকেরগঞ্জে মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৩:৪৪ পিএম
বাকেরগঞ্জে মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং

বরিশালের বাকেরগঞ্জে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ও বাজারের সড়কের উপর দখল করে যাতে মালামাল না রাখতে পারে সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে।

রবিবার (২মার্চ) বেলা ১২ টা থেকে ৩টা পর্যন্ত বাজার মনিটরিং করেন উপজেলা  নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল হালিম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক বায়েজিদ বাপ্পি, থানার এসআই দেলোয়ার হোসেনসহ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, পবিত্র রমজান মাসে কোন ব্যবসায়ী মাহে রমজানকে সামনে রেখে যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

বিআরইউ