মাহে রমজান উপলক্ষ্যে নাটোরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন আজ সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ।
আজ থেকে প্রতি কর্ম দিবসে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রতি হালি ডিম ৩৪ টাকা এবং প্রতি লিটার দুধ ৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় নাটোর পোল্ট্রি অ্যাসোসিয়েশন এবং নাটোর ডেইরী এ্যাসোসিয়েশন এই উদ্যোগ গ্রহণ করেছে।
নাটোর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নেছার আহমেদ জিশান বলেন, মূলত জিশান পোল্ট্রি হ্যাচারির সর্বাত্মক সহযোগিতায় মুনাফার অংশটুকু বাদ দিয়ে আমরা সুলভ মূল্যে ডিম সরবরাহ করছি।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, রমজান মাসে নিম্ন আয়ের মানুষদের স্বস্তি প্রদানের জন্যে এই কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে।
বিআরইউ