রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রাজশাহী ব্যুরো প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ১১:০৭ এএম
রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অ্যাম্বুলেন্সচালক জাফর হক (৪৫) এবং যাত্রী সুন্দরী (৬০) ও আদুরী (৩৫)।

গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন জানান, গোদাগাড়ীর মহিষালবাড়ি থেকে রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

পুলিশ নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

ইএইচ