বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বরিশাল ব্যুরো প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ১১:৩৯ এএম
বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বরিশাল শহরের কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তর্কের পর যুবদল নেতা সুরুজ গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রবিবার রাতের ওই ঘটনাটি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত।

নিহত সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। আহত নয়ন গাজীও ওই এলাকার বাসিন্দা তসলিম গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন ওরফে সোনা শাহীনের সঙ্গে যুবদল নেতা সুরুজের তর্ক ও হাতাহাতি হয়। কিছুক্ষণ পর, শাহীন তার ছেলে ইমনসহ কয়েকজন নিয়ে সুরুজকে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে গুরুতর জখম করে। সুরুজকে বাঁচাতে এগিয়ে আসা নয়নও আঘাতপ্রাপ্ত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। নয়ন এখনও চিকিৎসাধীন আছেন।

সুরুজের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে শাহিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, তুচ্ছ ঘটনার জেরে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে, যার ফলে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের পরিবারকে অভিযোগ জানাতে বলা হয়েছে, এবং যারা এ ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে।

ইএইচ