১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহের ইমাম হলেন মাওলানা সাইফুল্লাহ

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ১২:৫৩ পিএম
১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহের ইমাম হলেন মাওলানা সাইফুল্লাহ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের পরিবর্তে আবারও মাওলানা একেএম সাইফুল্লাহ নিয়োগ পেয়েছেন।

রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদ জামাত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ঈদগাও কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান।

ঈদগা কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাওলানা সাইফুল্লাহকে পরিবর্তন করে ইসলাহুল মুসলিমীন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে ইমাম নিয়োগ দেওয়া হয়।

ইমাম সাইফুল্লাহকে বাদ দেওয়ার অভিযোগ ছিল যে, তিনি তখনকার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ রাব্বানীর ছোট ভাই ছিলেন। তবে মাওলানা সাইফুল্লাহ কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। তার পুনর্বহালের দাবি ছিল দীর্ঘদিনের।

মাওলানা সাইফুল্লাহ জানান, তিনি ২০০৪ সাল থেকে শোলাকিয়া ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন, এবং ২০০৯ সালের ২ সেপ্টেম্বর তাকে ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয়।

ইএইচ