কালিয়াকৈরে মাদকসেবন ও ব্যবসার প্রতিবাদ করায় হামলা, থানায় অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৫:২৩ পিএম
কালিয়াকৈরে মাদকসেবন ও ব্যবসার প্রতিবাদ করায় হামলা, থানায় অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে মাদকসেবন ও ব্যবসার প্রতিবাদ করায় মো. রাসেল ইসলাম নামে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ মার্চ) দুপুরে এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. রাসেল ইসলাম (পিতা- আঃ রাজ্জাক, সাং- মইশা, জেলা- টাঙ্গাইল, বর্তমানে বোর্ডমিল, কালিয়াকৈর, গাজীপুর) দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি অভিযোগ করেছেন, একই এলাকার রিপন (পিতা- মৃত মোগর আলী) ও নূর নবী (পিতা- আমিনুর) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত  প্রতিদিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের নিয়ে তার বাড়ির সামনে মাদক সেবন করছিল।

ভুক্তভোগী রাসেল ইসলাম জানান, একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা কর্ণপাত করেনি। সর্বশেষ সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে অভিযুক্তরা কয়েকজন সহযোগীসহ তার বাড়ির সামনে মাদক সেবন করছিল। তিনি প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে টেনে-হিঁচড়ে বাড়ির সামনের বাগানে নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্তাক্ত জখম হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত রিপন ও নূর নবী লাঠি দিয়ে আঘাত করে রাসেল ইসলামের বাম হাত ভেঙে ফেলে। হামলার একপর্যায়ে তারা তাকে খুনের হুমকি দেয়  ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়তে বলে, না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার পর গুরুতর আহত অবস্থায় রাসেল ইসলাম কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যেকোনো সময় তার ও তার পরিবারের ক্ষতি করতে পারে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার ,(উপ-পরিদর্শক) পলি আক্তার,  তিনি বলেন অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস