আখাউড়ায় অতিরিক্ত মূল্যে লেবু বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৫:৪২ পিএম
আখাউড়ায় অতিরিক্ত মূল্যে লেবু বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র মাহে রমজান মাসে লেবুর দাম আকাশ ছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এসময় অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় ৫ কাঁচামাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।তারা কেউ ক্রয় রশিদ দেখাতে পারেননি।

সোমবার (৩ মার্চ) দুপুরে পৌরশহরের বড় বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পৌর শহরের বড় বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এই সময় ০৫ জন ব্যবসায়ীকে ১১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তারা কেউ ক্রয় রশিদ দেখাতে পারেননি।

আরএস