যশোরের চৌগাছায় শহরের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় দোকানের মালামাল বিক্রয়ের জন্য কোন মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এ জরিমানা করা হয়। উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান এ জরিমানা করেন।
জানা যায়, দোকানের মালামাল বিক্রয়ের জন্য কোন মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চৌগাছা শহরের কালিতলার ব্যবসায়ী মিলন উদ্দীন ৫শ টাকা, হুদাপাড়ার সুমন হোসেনকে ৫শ টাকা ও আক্তারুল ইসলামকে ৫ টাকা জরিমানা করেন।
সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক অপরাধে এ জরিমানা করা হয়েছে।
আরএস