নওগাঁর মান্দায় প্রসাদপুর ইউনিয়নের প্রসাদপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে আজ (৩ মার্চ) সোমবার দুপুরে ৩ মাদকসেবীকে গ্রেফতার করে মান্দা থানার পুলিশের বিশেষ টিম। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রামম্যান আদালত।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হল উপজেলার প্রসাদপুর এলাকার দীপক ভট্টাচার্যের ছেলে সিদ্ধার্থ ভট্টাচার্য সিধু (৪০)একই এলাকার মনিরুজ্জামান মন্টুর ছেলে মিনহাজুল মিঠু (২৮) ও কছিমউদ্দিনের ছেলে মামুন রশীদ (৩৫)। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মান্দা শারমিন জাহান লুনা আসামিদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। আটককৃত সিদ্ধার্থ ভট্টাচার্য সিধুকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন,মিনহাজুল মিঠুকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায় আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড, মামুন রশিদকর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায় আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
প্রসিকিউশন প্রদান করেন মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক শামীম হাসান।
আরএস