খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১২:২১ পিএম
খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি জড়িত এবং এজাহারভুক্ত আসামি বরুন দে (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের আনন্দ নগর থেকে এজাহারভুক্ত আসামি বরুন দে (৪৫)কে  গ্রেফতার করা হয়।

গত ৪ আগস্ট ২০২৪ খাগড়াছড়ি জেলার শাপলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়। এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় বরুন দে (৪৫) এর নামে  মামলা রুজু হয় বরুন দে (৪৫) এর নামে  মামলা রুজু হয়  মামলা নাম্বার- ১০; তারিখ- ১৬/০৯/২০২৪।

 গ্রেফতার আসামি বরুন দে (৪৫) খাগড়াছড়ি সদর থানার  আনন্দ নগর, (ভুবেনেশ্বর কালী মন্দির), এলাকার বাসিন্দা  সুনীল দে, ছেলে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল জানান, অপারেশন ডেভিল হান্ট অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলা সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। গত ৪ আগস্ট ২০২৪ খাগড়াছড়ি জেলার শাপলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায়। এঘটনার সাথে সরাসরি জড়িত এজাহার ভুক্ত গ্রেপ্তারকৃত আসামিকে  আদালতে প্রেরণ করা হবে।

বিআরইউ