ময়মনসিংহে ডিসির উদ্যোগে কম দামে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০২:১৫ পিএম
ময়মনসিংহে ডিসির উদ্যোগে কম দামে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প দামে গরুর মাংস ও ডিম বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসক মো. মুফিদুল আলমের তত্ত্বাবধানে প্রতিদিন ১,০০০ মানুষের মাঝে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও প্রতি ডজন ১১০ টাকা দরে ডিম বিক্রির ব্যবস্থা করা হয়েছে।  

অতিরিক্ত জেলা প্রশাসক  রেজা মো. গোলাম মাসুম প্রধান   জানান   সাধারণ মানুষ যেন স্বল্পমূল্যে পণ্য পায়, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু পয়েন্টে এসব পণ্য বিক্রি করা হচ্ছে, যাতে প্রকৃত ক্রেতারা সহজেই তা সংগ্রহ করতে পারেন।  

(৩ মার্চ) মঙ্গলবার  সকাল থেকেই শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ নির্ধারিত বিক্রয়কেন্দ্রে ভিড় করেন। গরুর মাংস কিনতে আসা মো. আব্দুল খালেক নামের একজন বলেন, “বাজারে গরুর মাংসের দাম অনেক বেশি। এখানে স্বল্প মূল্যে পেয়ে উপকার হলো।"

একই কথা বলেন, গৃহবধূ মোছা. রুবিনা আক্তার। তিনি বলেন, “রমজানে বাজারে সবকিছুর দাম বেশি। জেলা প্রশাসনের এই উদ্যোগ আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই সহায়ক।"

জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের  বাস্তবায়নে    রমজানের পুরো মাসজুড়েই এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বিআরইউ