রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৪:১৫ পিএম
রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে মো. সুমন মোল্লা (২৩) নামে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়াকান্দি (ইন্দ্রনারায়নপুর) গ্রামের আব্দুর রহমান মোল্লার ছেলে।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মঙ্গলবার সকালে থানার এএসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি মো. সুমন মোল্লাকে আলীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।


বিআরইউ